চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন গতকাল বিকেলে শিক্ষা প্রশিক্ষণ ওয়ার্কশপের একমাত্র রিসোর্স পারসন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, দেশ বিদেশের বিচিত্র অভিজ্ঞতার মাধ্যমে তিনি বুঝতে পেরেছেন যে একজন সফল শিক্ষককে সর্বপ্রথম তাঁর নিজস্ব বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী হতে হবে এবং সর্বদা উক্ত বিষয়ে নিবিড় গবেষণায় আত্মনিয়োগ করতে হবে।
নিজে বুঝে তারপর শিক্ষার্থীদের বুঝাতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় শিক্ষা মাধ্যম, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ক্লাসরুম আলোচনা ও রোল প্লেয়িংয়ের আলোকে জীবন্ত উদাহরণ এর দ্বারা শিক্ষাদান করতে হবে এবং এভাবে শিক্ষকবৃন্দ পাঠদান করতে পারলে দেশে ঐ শিক্ষকের জন্য সকল সুযোগ অবারিত হয়ে যাবে এবং তাঁর সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
তিনি মন্তব্য করেন একমাত্র শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে মধুর সম্পর্ক ও সঠিক উপায়ে পাঠদানই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে, ন্যায়সঙ্গত ও বাস্তবভিত্তিক শিক্ষা প্রদানের কোন বিকল্প নাই। ড. মামুনকে ধন্যবাদ জানিয়ে উপচার্য অধ্যাপক মুহাম্মদ ইউনুছ মন্তব্য করেন যে, জ্ঞানগর্ব সৃষ্টিশীল, বিশ্লেষণধর্মী ও বাস্তবধর্মী বক্তব্য তরুণ মেধাবী শিক্ষক-শিক্ষিকা উপভোগ করেছেন এবং তাঁদের জন্য ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির উন্নত শিখরে নিয়ে-যেতে উৎসাহ যোগাবে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজনেজ স্কুলের সিনিয়র ফ্যাকাল্টি ড. মো. আক্তার উদ্দীন।