info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন

Home > News > ইউসিটিসিতে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভটেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ এই উৎসবের উদ্বোধন করেন। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমদ, স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক এস এম শহিদুল আলম এবং ইউসিটিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সকল বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক-শি-ক্ষিকা, কর্মকর্তা ও ছাএ-ছাত্রীবৃন্দ অংশগ্রহণে এই অনুষ্ঠানগুলোতে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, পিঠা উৎসব, এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।-বিজ্ঞপ্তি