info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে নতুন শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান

Home > News > ইউসিটিসিতে নতুন শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান

ইউসিটিসিতে ক্লাস ম্যানেজমেন্ট বিষয়ে গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় একাডেমিক হল ভবনে দিনব্যাপী নতুন নিয়োগপ্রাপ্ত বিভিন্ন বিষয়ের শিক্ষকৃন্দের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। লেকচারার মো. রিদুয়ানুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক নাঈমা আফরিন। সেমিনার উপস্থাপন করেন বিভাগীয় কো-অর্ডিনেটর আরিফ চৌধুরী। মাল্টিমিডিয়ার মাধ্যমে উত্থাপিত প্রবন্ধের মাধ্যমে নতুন নিয়োগকৃত শিক্ষকবৃন্দকে শিক্ষা প্রদানের পদ্ধতি, ভুলত্রুটি, পাঠদানের ক্ষমতাবৃদ্ধিকরণ ক্লাসে বিভিন্ন প্রকৃতির ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি মনোযোগ আকর্ষণের বিভিন্ন প্রচেষ্টা বিশ্বের গুরুত্বপূর্ণ লেখকবৃন্দের টেকনিক অবলম্বনে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করেন তিনি। সাথে সাথে পরীক্ষার হল কিভাবে সুষ্ঠু ম্যানেজমেন্টর মাধ্যমে যে কোন ধরনের বিশৃঙ্খলামুক্ত রাখা যায় তাও বিভিন্ন লেখকের গবেষণা মতামতের ভিত্তিতে উপস্থাপন করা হয়। উপাচার্য প্রফেসর মুহাম্মদ ইউনুছ উদ্বোধনী বক্তব্য দেন। আরো বক্তব্য দেন প্রফেসর ড. শেখ সিরাজুল ইসলাম, ড. মো. আকতার উদ্দিন, সাইফুল ইসলাম সাইফ, মো. রিদুয়ানুল হক প্রমুখ। নতুন প্রভাষকরা তাঁদের অভিব্যক্তি প্রকাশ করে মন্তব্য করেন যে এ ধরনের অনুষ্ঠান তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে কাজ করবে।
বিকালের সেশনে ড. শেখ সিরাজুল ইসলাম ক্লাসে শিক্ষাদানের প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রদান করেন। তিনি বলেন, একজন শিক্ষক তাঁর পাঠদান প্রদানে নিজেকে অভিজ্ঞ করে তুলতে পারলে শিক্ষক হিসাবে তাঁর সুনাম শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ছড়িয়ে পড়বে।
সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইউনুছ বলেন, যে ছাত্র-ছাত্রীদেরকে স্নেহ ভালবাসার মাধ্যমে সুন্দরভাবে পাঠদান করালেই ভাল শিক্ষক হওয়া যায়। ক্লাস চলাকালীন বিষয় বিভিন্ন নিত্য নতুন উদাহরণের মাধ্যমে এমনভাবে পাঠদান করতে হবে যে তাঁরা এগুলো তাঁদের মনের মধ্যে গেঁথে নেবে এবং কখনও ভুলবেনা। এটাই একজন শিক্ষকের শিক্ষাদানের স্বার্থকতা। প্রতিষ্ঠাতা মুহাম্মদ ওসমান সেমিনার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং প্রতিমাসে অন্তত ২/১ টা রিচার্স প্রেজেন্টেশন অনুষ্ঠান আয়োজনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।