info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসি-তে বর্ণীল বসন্ত উৎসব ১৪২৬ উদযাপিত!

Home > News > ইউসিটিসি-তে বর্ণীল বসন্ত উৎসব ১৪২৬ উদযাপিত!

“বসন্ত এসেছে আবার,

বসন্ত আসুক ফিরে বারবার!”

 

১লা ফাল্গুন ১৪২৬ [১৩ই ফেব্রুয়ারি ২০২০] দ্যা ক্রিয়েটিভ এলসক-এর আয়োজনে ইংরেজি বিভাগের পক্ষ থেকে ইউসিটিসি-তে অবস্থিত এইচ-১ কক্ষে বসন্ত উৎসব ১৪২৬ উদযাপিত হয়! অনুষ্ঠানে ইউসিটিসি-র প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওসমান, উপাচার্য প্রফেসর ইউনুস, এবং নবনিযুক্ত রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ এবং বাংলা টিভি চট্টগ্রাম শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব হান্নান তাঁদের প্রাঞ্জল ও মূল্যবান বক্তব্য প্রদান করেন। বসন্তের বিশেষ এই ক্ষণটি বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ক্যাম্পাস প্রাঙ্গণ মুখর হয়ে উঠে। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল প্রায় সকল বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে করা নান্দনিক সাংস্কৃতিক কর্মকাণ্ড। উদাহরণস্বরূপঃ নৃত্য, গান, রম্য বিতর্ক, কবিতা আবৃত্তি, প্যান্টোমাইম, হিপহপ ডান্সিং, বিট বক্সিং এবং শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মজাদার খেলা। এসবের পাশাপাশি আরেকটি আকর্ষণীয় বিষয় ছিল যেটি হচ্ছে ছাত্রছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত পিঠা উৎসব যেখানে নানান বিভাগের ছাত্রছাত্রীরা স্টল দেবার সুযোগ লাভ করে। পুরো অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন ইউসিটিসি-র ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক জনাব মো. জিয়াউল হক।