info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসির এডমিশন ফেয়ার শুরু

Home > News > ইউসিটিসির এডমিশন ফেয়ার শুরু

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং নগরীর বহদ্দারহাটে নতুন চাঁন্দগাও থানার কাছে ২০ থেকে ২২ ডিসেম্বর তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু হয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ তাদের যোগ্যতা ও মেধা অনুযায়ী সংক্ষিপ্ত টেস্টের যাচাই-বাছাই পূর্বক দিনের প্রথম প্রহরে প্রায় সত্তর জনের অধিক ছাত্র-ছাত্রী এমপিএইচ, এমবিএ, বিবিএ, ইংরেজি, মেকানিক্যাল, সিভিল ও কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীবৃন্দের সঙ্গে আগত অভিভাবকদের প্রতি ইউসিটিসির উপাচার্য স্বাগত বক্তব্যে তাদের ভর্তির জন্য এই বিশ্ববিদ্যালয়কে বেছে নেয়ায় আন্তরিক ধন্যবাদ জানান।
প্রফেসর ও রেজিস্ট্রার ড. শেখ সিরাজুল ইসলাম বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার ওপর জোর দেন। ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর আরিফ চৌধুরী ও প্রভাষক সাইফুল ইসলাম সাইফ সবাইকে মনোযোগের সহিত ইংরেজি ভাষা অধিকতর জ্ঞান অর্জনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। গণিত ও পদার্থ বিদ্যার শিক্ষক শেখ কামাল ও সাইফুন নাহার সোনিয়া এই বিষয়গুলো অতি সহজভাবে শিক্ষার্থীদের প্রতি প্রিয় করে তোলার পদ্ধতি বর্ণনা করেন। এডমিশন অফিসের এডমিশন প্রধান সিনিয়র লেকচারার জাহেদুল ইসলাম এবং স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান ও প্রভাষক এস এম শহীদুল আলমের সঞ্চালনায় তিনদিনব্যাপি মেলাটি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে।