info@uctc.edu.bd 01707508080, 01707508081

সিটি মেয়রের সাথে ইউসিটিসি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Home > News > সিটি মেয়রের সাথে ইউসিটিসি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি  অফ ক্রিয়েটিভ টেকনোলজি  চট্টগ্রাম (ইউসিটিসি) এর একটি প্রতিনিধি দল। গতকাল ১০ এপ্রিল বহরদ্দারহাটস্থ মেয়রের নিজ বাসভবনে এ সাক্ষাৎ হয়। ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমানের  নেতৃত্বে  প্রতিনিধি দলে আরো ছিলেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইউনুস, উপ-উপাচার্য প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ,রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন।

সাক্ষাৎকালে চসিক মেয়র ইউসিটিসির সার্বিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানতে চান। ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং ইউসিটিসিকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের সৃষ্টিশীল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। ইউসিটিসির সার্বিক কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গুণগত শিক্ষার ওপর জোর দিচ্ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে আগামীর সমৃদ্ধ ও ডিজিটাল  বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রায়োগিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে প্রতিকূল পরিবেশে শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ডে ইউসিটিসি যে সাফল্য দেখিয়েছে তা অন্যান্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উদাহরণ হতে পারে। পরিশেষে তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইউসিটিসি পরিবারকে ধন্যবাদ জানান।