info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে এডমিশন ফেয়ারের শুভ উদ্বোধন

Home > News > ইউসিটিসিতে এডমিশন ফেয়ারের শুভ উদ্বোধন
সৃষ্টিশীল তথ্যপ্রযুক্তি ভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামে (ইউসিটিসি) শুরু হয়েছে  স্প্রিং ২০২২ সেমিস্টারের এডমিশন ফেয়ার।গতকাল ইউসিটিসি ভিসি  প্রফেসর মুহাম্মদ  ইউনুস এডমিশন ফেয়ারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এসময়  ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, ট্রেজারার  সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিষ্ট্রার সালাউদ্দিন আহমেদ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।বন্দরনগরীর বহরদ্দারহাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ২১ অক্টোবর  পর্যন্ত এই ফেয়ার চলবে। বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি,সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং মাস্টার্ অব পাবলিক হেলথ (এম পি এইচ ) প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবে এই ফেয়ার থেকে। এছাড়াও এতে থাকছে স্পট অ্যাডমিশনের সুবিধা। ভর্তি  ফি'র  উপর থাকবে ৫০% ছাড় ও টিউশন ফি'র  উপর স্পেশাল ওয়েভার ।এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ভিত্তিক মেরিট স্কলারশিপ,ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস লাইফ স্টাইল, ক্যাম্পাস জব, ক্লাব ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের নানান তথ্য জানা যাবে এই ফেয়ারে।