info@uctc.edu.bd 01707508080, 01707508081

বিশ্বসেরা গবেষকদের তালিকায় ইউসিটিসির শিক্ষক ড. মো.আকতার উদ্দিন

Home > News > বিশ্বসেরা গবেষকদের তালিকায় ইউসিটিসির শিক্ষক ড. মো.আকতার উদ্দিন
ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এর স্কুল অফ বিজনেসের সহকারী অধ্যাপক ড. মো. আকতার উদ্দিন বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। সম্প্রতি অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পান তিনি।  ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই ১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, বিশ্বসেরা গবেষকের তালিকায় মোট ৭ লাখ ৯ হাজার ৬৬৩ জন এবং বাংলাদেশ থেকে ১ হাজার ৭৯৮ জন গবেষক রয়েছেন। এর মধ্যে ইউসিটিসি থেকে তিনিই একমাত্র গবেষক।ড. আকতার উদ্দিন একজন নিবেদিতপ্রাণ গবেষক হিসেবে পরিচিত।  ফিনান্সিয়াল ইকোনমিক্স, ইসলামিক মনিটারি পলিসি, ক্রিপ্টোকারেন্সি, এডুকেশন টেকনোলজি  ইত্যাদি ক্ষেত্রে তিনি গবেষণা করছেন। এসব বিষয়ে উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে।