info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ

Home > News > ইউসিটিসিতে প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ
বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেছেন, মানুষের সার্থকতা তার মেধায়, মননে। সেরা হতে তাই সম্পদের প্রাচুর্য নয়, প্রয়োজন মেধার বিকাশ। আমাদের মনে রাখতে হবে, প্রযুক্তির অগ্রযাত্রার মূল কারিগর মানুষের মেধা। গতকাল ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি)  ডিপার্টমেন্ট অফ সিএসই এবং কম্পিউটার ক্লাবের যৌথ আয়োজনে দিনব্যাপী ‘আইকিউএসি আই টি ফেস্ট ২০২১ ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. কায়কোবাদ আরো বলেন, বিশ্বের উন্নত দেশ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তুলনায় আমরা কোনো দিকেই কম মেধাবী নই। বিশ্বমঞ্চে আমরাও বিজয়ের নিশান উড়িয়েছি। তাই বাংলাদেশি হিসেবে হীনমন্যতায় ভোগার কিছু নেই। নাগরিক উন্নত হলে দেশও উন্নত হয়। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী নাগরিক হয়ে ওঠার আহ্বান জানান এ জ্ঞানতাপস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইউনুস, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, ট্রেজারার এবং ইএলএল  বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ডিরেক্টর অফ ফিন্যান্স প্রফেসর মো. আবদুল কাদের তালুকদার ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক - শিক্ষার্থীবৃন্দ।