
সদ্য সমাপ্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদ নির্বাচনে কার্যকরী পরিষদের মেম্বার পদে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এর প্রো-ভিসি প্রফেসর ডা. মো. জাহিদ হোসেন শরীফ (পি এইচ ডি) বিজয়ী হয়েছেন। তার এই বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইউসিটিসি পরিবার। গতকাল এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইউনুস, ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, ডিরেক্টর অফ ফিন্যান্স আবদুল কাদের তালুকদার, এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।