
গতকাল ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এর কনফারেন্স রুমে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’(আইকিউএসি) এর নবম সভা অনুষ্ঠিত হয়।ইউসিটিসির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য এবং আইকিউএসি ডিরেক্টর অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ, ট্রেজারার এবং ইএলএল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, স্কুল অফ বিজনেস এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ আরিফ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মোহাম্মদ জুলকারনাইন, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের এর পরিচালক এস. এম. শহীদুল আলম, পাবলিক হেলথ বিভাগের লেকচারার ইনজামুল হক ও এডমিন অফিসার মো. আকরামউদ্দোল্লাহ। সভায় আইকিউএসির বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।