info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে স্কুল অফ বিজনেসের সেমিনার

Home > News > ইউসিটিসিতে স্কুল অফ বিজনেসের সেমিনার
ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এর ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’(আইকিউএসি) এর  সেমিনার সিরিজের ধারাবাহিকতায়  স্কুল অফ বিজনেসের উদ্যোগে “ Research Based Teaching and Learning in A Private University - A Myth or Reality?” শীর্ষক  এক সেমিনার গতকাল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে  অনুষ্ঠিত হয়েছে। স্কুল অফ বিজনেসের সিনিয়র লেকচারার এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড.মোহাম্মদ আরিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে  রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কুল অফ বিজনেসের সহকারী অধ্যাপক ড. মো.আকতার উদ্দিন। সেমিনারে  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের  পরিপ্রেক্ষিতে গবেষণা ভিত্তিক শিক্ষা ও শিখন পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসিটিসির রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবসার। সেমিনারে ইউসিটিসির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।