গত ২০/০১/২০২৩ইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং-এর উদ্যোগে UCTC Day-2023উপলক্ষে বাকলিয়াস্থ কে.বি. কনভেনশন হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এঅনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, এলামনাই, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারী সহ অসংখ্য শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপ্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. কায়কোবাদ, প্রাক্তন প্রফেসর, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বুয়েট।প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইউসিটিসির ভূয়সী করে বলেন এই বিশ্ববিদ্যালয় এ অঞ্চলে উচ্চ শিক্ষার ক্ষেত্রেউল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। অন্যান্য অতিথিবৃন্দ ইউসিটিসির উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাকর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে বিশ্বমানের শিক্ষা অত্র অঞ্চলের অনগ্রসরশিক্ষার্থীদের উপহার দেবেন বলে আশা ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মকমিশনের প্রাক্তন সদস্য জনাব কাজী সালাহউদ্দিন আকবর। তিনি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউসিটিসিরশিক্ষার্থীদের অসাধারণ পারফরমেন্স তাঁকে তার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গিয়েছে। সভায়আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডীন ও ইউসিটিসি-এর উপদেষ্টাপ্রফেসর ড. এম.এ সামাদ ও স্কুল অব বিজনেস-এর ডীন ও ইউসিটিসি- এর উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদসোলায়মান। ইউসিটিসির ট্রেজারার জনাব আহমেদ শরীফ তালুকদার সভায় ভোট অব থ্যাংকস - প্রদানকরেন।দিনব্যাপী এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এবং তাঁদেরমিলনমেলায় তৈরি হয় এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশের। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন,পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শন সহ দুপুরে মেজবানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পাবলিক হেলথ বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ ইনজামামুল হকও ইংরেজী বিভাগের প্রভাষিকা মিসেস উম্মে নেহের সাহাব।