info@uctc.edu.bd 01707508080, 01707508081

জাতীয় শোক দিবস ১৫ ই আগস্ট, ২০২৩ খ্রিঃ

Home > News > জাতীয় শোক দিবস ১৫ ই আগস্ট, ২০২৩ খ্রিঃ
আজ ঐতিহাসিক ১৫ ই আগস্ট, ২০২৩ খ্রিঃ রোজ মঙ্গলবার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সহ সকল শহীদের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২৩  ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং - এ  যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। কর্মসূচীর শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পনের পর সকাল ৯:৩০ টায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর জাহিদ হোসেন শরীফ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন এবং বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রতামুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার আহবান জানান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোঃ ওসমান। তিনি শিক্ষার্থীদের মেধার বিকাশ ও সম্মিলত প্রয়াসের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার আহবান জানান।