info@uctc.edu.bd 01707508080, 01707508081

ইউসিটিসিতে মিলাদুন্নবী-২০২৩ উদযাপন

Home > News > ইউসিটিসিতে মিলাদুন্নবী-২০২৩ উদযাপন
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং এর উদ্যোগে গতকাল শুক্রবার মিলাদুন্নবী-২০২৩ উপলক্ষে বহদ্দারহাট সংলগ্ন এ.কে. কনভেনশন হলে মহানবী মোহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে এক আলোচনা সভা এবং সেমিনারের আয়োজন করা হয়।\r\nদিনব্যাপী এই অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, এলামনাই, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারী সহ অসংখ্য শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ। আলোচনার প্যানেলের বক্তারা ছিলেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার,  ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং  ইউসিটিসির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব বেলাল নুর আজিজী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএসটিসির উপাচার্য ডঃ মোহাম্মদ সোলায়মান।সভায় আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়  ট্রেজারার জনাব আহমেদ শরীফ তালুকদার, কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবছার, রেজিষ্ট্রার জনাব সালাউদ্দিন আহমেদ। তাছাড়া অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, সহকারী বিচারকের দায়িত্বে ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব বেলাল নূর আজিজী, ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার ও কো-অর্ডিনেটর মু: ওবায়দুল্লাহ ও একই বিভাগের লেকচারার মো: বোরহান উদ্দীন নূর। সঞ্চালনায় ছিলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইলিয়াস শাহরিয়ার ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মু: ইসমাইল বিন আজিজ (আলভি)।\r\n \r\nদিনব্যাপী এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীগণ স্পিচ, কিরাত হামদ, নাতে রাসুল  উপস্থাপন করেন  এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়াও অনুষ্ঠানে আগত সকল অতিথি এবং শিক্ষার্থীগণের জন্য দুপুরে মেজবানের আয়োজন করা হয়।